দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আরো ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১ জন

প্রকাশিত: 07/04/2020

নিজেস্ব প্রতিবেদন

দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আরো ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১ জন

দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এবং নতুন ভাবে আরো ৪১ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ১৭ জন আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৪ জন।

আজ মঙ্গলবার দুপুরে ২টা অনলাইন লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে করোনায় মৃত ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ ১ জন নারী।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে গোটা বিশ্ব এখন থমকে গেছে। প্রতিদিন করোনায় দীর্ঘ হচ্ছে লাসের সারি। বিশ্বে অন্তত ১৩৫ টির ও বেশি দেশে চলছে লকডাউন।

থেমে নেই মৃত্যুর মিছিল, প্রতি মুহুর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪০ হাজার ৪০৮ জন।

মারা গেছেন ৭৪ হাজার ৪৪১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৭৭ হাজার ৮৭৩ জন।

আরও পড়ুন

×