লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গনিয়ে মোঃরফিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চর বাদাম ইউনিয়নের চরসীতা এলাকার নিজ বাড়িতে ওই ব্যক্তির মৃত হয়। এ ঘটনার পর উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির বাড়িসহ তিন বাড়ির ১৬ পরিবারকে লকডাউন করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আব্দুর রহিম জানান ,রফিক নামে ওই ব্যক্তি দী্র্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনী সমস্যায় ভূগছিলেন।

কিছুদিন আগে তার জ্বর দেখা দেয়। মঙ্গলবার দুপুরে জ্বরের সাথে শ্বাসকষ্ট বেড়ে যায় অত:পর তিনি মারাযান।করোনার উপসর্গ ( জ্বর ও শ্বাসকষ্ট ) থাকায় তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হতে তার মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আই ই ডি সি আরে পাঠানো হয়েছে।

পরীক্ষার ফলাফল আসলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। উপজেলা নির্বাহী অফিসার মাঃআব্দুল মোমিন জানান,এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের তিন বাড়ির ১৬ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে।

আরও পড়ুন

×