চাঁদপুরে চিকিৎসকসহ আরও ২ জন করোনায় আক্রান্ত 

চাঁদপুরে চিকিৎসকসহ আরও ২ জন করোনায় আক্রান্ত 

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে চাঁদপুরে একজন চিকিৎসকসহ আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আজ রোববার পর্যন্ত চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত হলেন ৪ জন।

এদের মধ্যে ৩ জন মতলব উত্তর উপজেলায় আর একজন সদর উপজেলায়। এদিকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ৮৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

চাঁদপুর জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ৩ জনই নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এছাড়া শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার রামপুরে করোনা উপসর্গ নিয়ে এক যুবক মারা যান।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন আবাসিক মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। 

এছাড়া করোনায় আক্রান্ত ডাক্তারসহ মতলব উত্তর উপজেলার আক্রান্ত ৩ জনকেই ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×