করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজারের বেশি, আক্রান্ত ২৫ লাখ

প্রকাশিত: 21/04/2020

নিজস্ব প্রতিবেদন

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজারের বেশি, আক্রান্ত ২৫ লাখ

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ। এছাড়া এ ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭০ হাজােরের বেশি মানুষ।

ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনেই মারা গেছে ১৯৩৯ জন। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু এখন ৪২ হাজার ৫১৪।

২৪ ঘণ্টায় করোনায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই আছে ফ্রান্স। দেশটিতে নতুন ২ হাজার ৪৪৯ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মারা গেছেন ২০ হাজার ২৬৫ জন। একদিনেই মারা গেছে ৫৪৭ জন।

এদিকে করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯৪৮ জন। মারা গেছেন সর্বমোট ১০১ জন। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন।

আরও পড়ুন

×