কক্সবাজার জেলায় এ পর্যন্ত ৬ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: 22/04/2020

নিজস্ব প্রতিবেদন

কক্সবাজার জেলায় এ পর্যন্ত ৬ জন করোনায় আক্রান্ত

কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা এখন ৬ জন। তারমধ্যে কক্সবাজার শহরের টেকপাড়ায় নারায়ণগঞ্জ থেকে আসা একজন রোগীর দেহে বুধবার ২২ এপ্রিল করোনা ভাইরাস জীবাণু ধরা পড়ে।
 
তিনি কক্সবাজার শহরের নারায়ণগঞ্জ থেকে আসা টেকপাড়া গ্রামের ৬ নাম্বার করোনা ভাইরাস আক্রান্ত রোগী। গত ২৪ মার্চ প্রথম করোনা ভাইরাস জীবাণু ধরা পড়া মুসলিমা খাতুন সুস্থ হয়ে চকরিয়ার খুটাখালী নিজ বাড়িতে ফিরেছেন।
 
অন্য ৪ জন হলেন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের-মুকবেকী এলাকার মোঃ বশিরের পুত্র গার্মেন্টস কর্মী মোঃ রায়হান (২৪) এবং অপরজন মুরুং ঘোনা এলাকার আবদুল খালেকের পুত্র আবু হানিফ (১৭), সে ছাত্র।
 
এছাড়া একই উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজি পাড়ার হালিমা সাদিয়া (২৫), সে গৃহবধু। আর একজন হলো টেকনাফের বাহারছরা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মারিশবনিয়া গ্রামেরস মৃত আব্বাস আলীর পুত্র মো: হোছাইন। তার সকলেই ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত। এ ৪ জনের শরীরে গত ১৬ এপ্রিল করোনা ভাইরাস জীবাণু সনাক্ত করা হয়।

আরও পড়ুন

×