করোনা পরীক্ষার সাময়িক অনুমতি চায় গণস্বাস্থ্য কেন্দ্র

প্রকাশিত: 11/05/2020

নিজেস্ব প্রতিবেদন

করোনা পরীক্ষার সাময়িক অনুমতি চায় গণস্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব ল্যাবে উদ্ভাবন করা করোনা পরীক্ষার কিটের সক্ষমতা সনদ পাওয়ার  আগে সাময়িক সনদ দেয়ার দাবি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

কিট নিয়ে জটিলতা থাকায় সোমবার গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, করোনা র‌্যাপিড  টেস্টিং কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য অপেক্ষামান অবস্থায় আছে।

তিনি বলেন,  এ অবস্থায় আমরা আমাদের তৈরি কিটে করোনা পরীক্ষার জন্য সরকারের কাছে সায়মিক অনুমতি প্রার্থনা করছি। সরকার অনুমতি দিলে দিনে অন্তত একশো মানুষের বিনা মূল্যে করোনা পরীক্ষা করতে পারবে গণস্বাস্থ্য।

আরও পড়ুন

×