বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৩ লাখ

প্রকাশিত: 14/05/2020

নিজস্ব প্রতিবেদন :

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ৩ লাখ

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৯৮ হাজার ১৬৫ জন। এছাড়া আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ২৯ হাজার ২২৩ জন।

এরইমধ্যে ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ লাখ ৫৮ হাজার ৯৬৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৪ লাখ ৭২ হাজার ৮৯ জন। এদের মধ্যে ২৪ লাখ ২৬ হাজার ১৬৯ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৪৫ হাজার ৯২০ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ৮৫ হাজার ১৯৭ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩০ হাজার ৩৪৮ জন।

আরও পড়ুন

×