বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪৮ লাখ

প্রকাশিত: 18/05/2020

নিজস্ব প্রতিবেদন :

বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪৮ লাখ

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জন, মৃত্যু ৩ লাখ ১৬ হাজার ৬৭১ এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন।

যদিও এর ভ্যাকসিন আবিষ্কারে ওঠেপড়ে লেগেছেন বিজ্ঞানীরা। শতাধিক গবেষক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে এ ভাইরাসে গোটা বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়েছে। ভাইরাস মোকাবেলায় দেশে দেশে চলছে লকডাউন, জরুরি অবস্থাসহ নানা পদক্ষেপ।

করোনার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ২৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন।

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৬ হাজার ৬৭১ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬১৮ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ২৬ লাখ ২৬ হাজার ১৮০ জন। তাদের মধ্যে ২৩ লাখ ৯৮ হাজার চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৪৪ হাজার ৮২৩ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।

আরও পড়ুন

×