উকিয়া ও টেকনাফে জিপি এ ফাইভ পেয়েছেন ৬৪ জন শিক্ষার্থী।

প্রকাশিত: 01/06/2020

দিদারুল আলম জিসান  

উকিয়া ও টেকনাফে জিপি এ ফাইভ পেয়েছেন ৬৪ জন শিক্ষার্থী।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে জিপি এ ফাইভ পেয়েছেন ৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে উখিয়া উপজেলায় ৫২ জন। বাকী ১২ জন টেকনাফে। উখিয়া উপজেলার শীর্ষ স্হান দখল করেছেন আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয়। টেকনাফে বিজিবি পরিচালনাধীন বর্ডার গার্ড পাবলিক স্কুল।

উখিয়ার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল সমূহ আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৫.২১% জিপি এ–ফাইভ-১২ জন, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৪.১০% জিপিএ ফাইভ -১৬ জন, পালংখালী উচ্চ বিদ্যালয় পাশের হার ৬৯.৮২% জিপিএ ফাইভ -২ জন, সোনার পাড়া উচ্চ বিদ্যালয় পাশের হার ৮০.১২% জিপিএ ফাইভ-২ জন, কুতুপালং উচ্চ বিদ্যালয় পাশের হার ৮১.৬১ জিপি এ নেই, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পাশের হার ৬৪.৭৭% জিপিএ ফাইভ নেই, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পাশের হার ৭০.১১% জিপিএ ফাইভ ৬ জন, পালং আদর্শ উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৪.৯৪ জিপিএ ফাইভ-৫ জন, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় পাশের হার ৬১.২১ জিপিএ-০,ভালুকিয়া উচ্চ বিদ্যালয় পাশের হার ৭৩ ৩৩ জিপিএ ফাইভ-৭ জন, মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৩.০৫ জিপিএ-০, থাইনখালী উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৫.৭১% জিপিএ ফাইভ-২ জন ও জালিয়া পালং উচ্চ বিদ্যালয় ৭২.৫২% জিপিএ ফাইভ-০।

অপর দিকে টেকনাফ উউপজেলায় পনেরটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছেন। টেকনাফ উপজেলার ফলাফল সমূহ টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়- ৭৪.৩৮%, জিপিএ ফাইভ -১জন, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়- ৮৪.৪২% জিপিএ ফাইভ ৩ জন,সাবরাং উচ্চ বিদ্যালয়- ৯১.০০%জিপিএ ফাইভ ১জন, নবী হোসাইন উচ্চ বিদ্যালয় – ৮৯.০৯%,হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় ৮৫.০৭%, শাপলাপুর উচ্চ বিদ্যালয়- ৮৪.৭৮%, জিপিএ-ফাইভ– ৩ জন, নয়াবাজার উচ্চ বিদ্যালয়- ৭২.২৭%, আলী আছিয়া উচ্চ বিদ্যালয়- ৭২.৪১%,হ্নীলা উচ্চ বিদ্যালয়- ৮০.৮৯% জিপিএ-ফাইভ ৩ জন,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়– ৮৮.৮৯%, টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল-৯৬.৯৭%, কানঞ্জর পাড়া উচ্চ বিদ্যালয়– ৯২.০৫%, মারিশবনিয়া উচ্চ বিদ্যালয় ৯১.৬৭%, মলকাবানু উচ্চ বিদ্যালয় –৮৪.৭১%, সেন্টমার্টিন উচ্চ বিদ্যালয়- ৭০.৭৭%- জিপিএ-ফাইভ ১ জন।

আরও পড়ুন

×