প্রকাশিত: 02/06/2020
এবার বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম। জানা গেছে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসায় নিচ্ছেন তিনি।
গতকাল সোমবার নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
মাইদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সার্বক্ষণিক অফিস করেছি, সেজন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। গত ৪ দিন আগে করোনার লক্ষণ দেখা দেয়। তারপর টেস্ট করা হলে রিপোর্টে পজিটিভ এসেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত মিডিয়া সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।মাইদুল সবার কাছে দোয়া চেয়েছেন।