বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৬৩ লাখ ছাড়াল

প্রকাশিত: 02/06/2020

নিজস্ব প্রতিবেদন :

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৬৩ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষের শরীলে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে।

এরইমধ্যে বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬৩ লাখের ও বেশি মানুষ।

আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনা মহামারিতে এখন পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজার ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৬৬ হাজার ৫৩৩ জন। আর সুস্থ্ হয়ে উঠেছেন ২৯ লাখ ৩ হাজার ৬০৫ জন।

কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৩ হাজার ৪০৩ জন। ভাইরাস এখনও সক্রিয় ৩০ লাখ ৮৫ হাজার ৪৯১ জনের শরীরে।আর সুস্থতার পথে ৩০ লাখ ৩২ হাজার ৮৮ জন।

এদিকে বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর চীন উহান শহর থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত  ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন

×