এস এস সি'র ফলাফল ২০২০ এ সখীপুর উপজেলায় বি.এ.এফ শাহীন কলেজ পাকাপু'র সেরা সাফল্য।

প্রকাশিত: 02/06/2020

সাদিকুর রহমান বিপ্লব

এস এস সি'র ফলাফল ২০২০ এ সখীপুর উপজেলায় বি.এ.এফ শাহীন কলেজ পাকাপু'র সেরা সাফল্য।

এবারের এস এস সি ২০২০ এর ফলাফল জরিপে সারা সখীপুর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান " বি এ এফ শাহীন কলেজ, পাকাপু। তাদের মোট পরীক্ষার্থী ছিল ১২৫ জন।

মোট পাশ করেছে ১২৩ জন। ফেল ০২ জন।জিপিএ০৫ পেয়েছে ২২ জন। পাশের হার শতকরা ৯৮.৪৪%। উপজেলায় ২য় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান "সূর্য তরুণ শিক্ষাঙ্গন,সখীপুর সদর।

তাদের মোট পরীক্ষার্থী ছিল ৭৪জন,মোট পাশ ৭২জন ফেল০২জন,জিপিএ০৩জন এবং পাশের হার ৯৭.৩৪% । ৩য় স্থানে "ঘোনার চালা উ/বি",পাশের হার ৯৩.৭৭%।

অন্যদিকে আমার প্রিয় হাই স্কুল "কচুয়া পাবলিক উ/বি"র অবস্থান উপজেলায় ১১তম এবং পাশের হার ৯১.৪১%। এদিকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন ০৫ সহ ১৩০০ নম্বরের মধ্যে ১২০০ পেয়ে উপজেলায় সেরা কৃতিত্ব অর্জনকারী সাব্বির হাসান জয়।

সে বি এ এফ শাহীন কলেজ,পাকাপু'র ছাত্র।উল্লেখ্য যে সাব্বির হাসান জয়ের পিতা শাহীনুজ্জাম সখীপুর সংবাদ পত্রের এজেন্ট ও মা লিনা আক্তার উপজেলাধীন কচুয়া গ্রামের বাসিন্দা। জয়ের স্বপ্ন প্রকৌশলী হয়ে দেশের সেবা করা। তার দাদা ছিল একজন মুক্তিযোদ্ধা।

আরও পড়ুন

×