করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৬ লাখ, মৃত্যু প্রায় ৪ লাখ

প্রকাশিত: 05/06/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৬ লাখ, মৃত্যু প্রায় ৪ লাখ

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়ে গেছে।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী আজ শুক্রবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৯৮৫ জন।

এছাড়া আজ শুক্রবার সকাল পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৯১ হাজার ১৩৬ জন। ইতিমধ্যে বিশ্বের ২১০ টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৭২ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ব্রাজিলে ৬ লাখ ১৪ হাজার। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৩৪ হাজার মানুষের। মৃত্যুর সংখ্যায় দেশটি তৃতীয়।

এদিকে বাংলাদেশে প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮১ জন। এছাড়া দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন।অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১৬১ জন।

আরও পড়ুন

×