উপসর্গহীন রোগীদের থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা খুবই কম :ডাব্লিউ এইচ ও

প্রকাশিত: 09/06/2020

নিজস্ব প্রতিবেদন :

উপসর্গহীন রোগীদের থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা খুবই কম :ডাব্লিউ এইচ ও

কোভিড-১৯ প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব।এরই মধ্যে কিছুটা স্বস্তির বাণী শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও । তাদের দাবি উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত রোগীদের থেকে করোনা সংক্রমণের হার খুব কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরকোভ বলেন, আমাদের কাছে যে পরিসংখ্যান আছে তাতে দেখা যাচ্ছে, যে সব রোগীর শরীরে করোনার উপসর্গ নেই, তাঁদের থেকে অন্য কারও শরীরে সংক্রমণ ছড়ানোর হার খুবই কম।

তবে শুরু থেকেই মনে করা হচ্ছিল, উপসর্গযুক্ত রোগীদের থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা যতটা বেশি, তার চেয়ে অনেক বেশি সম্ভাবনা উপসর্গহীন রোগীদের থেকে। কারণ, উপসর্গহীন রোগীদের শনাক্ত করা কঠিন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, উপসর্গহীন রোগীদের থেকে করোনা ছড়াতেই পারে, তবে সেটা সংক্রমণ ছড়ানোর মুখ্য কারণ নয়। মূলত উপসর্গযুক্ত রোগীদের থেকেই ভাইরাস ছড়াচ্ছে বেশি।

আরও পড়ুন

×