নি:শ্বাস ছাড়ে

নি:শ্বাস ছাড়ে

নি:শ্বাস ছাড়ে

মিজানুর রহমান মিজান

 

হিংসা করে, জ্বলে মরে

আগুনে পোড়ে,

মনে ভাবে, নৌকা টপকাবে

হাবুডুবু খায় জলে পড়ে।।

 

ভাবনা করে, কর্ম ছেড়ে

খোজে নিত্য আঁধারে,

পদে পদে হেরে, লজ্জা শরমে না মরে

ভাসতে আশা চিৎকারে।।

 

লাজ-লজ্জা ইমানের অঙ্গ, মিথ্যায় ডুবেছে সর্বাঙ্গ

সাঁতরিয়ে উঠতে চায় কিনারে,

এক সত্য গোপনে, শত সত্য বিসর্জনে

ভরা নৌকা ডুবে অকুল পাথারে।।

 

উড়তে চায় আকাশ পানে, ভুলে যায় নাই ডানা সনে

আছাড় খেয়ে ধরায় বুকের পাজরে,

ডাঙ্গায় পড়ে মাছ, করে শুধু নাচ

অযথা ছটফটিয়ে নি:শ্বাস ছাড়ে।।

আরও পড়ুন

×