ভুলিবে সে কেমনে

ভুলিবে সে কেমনে

ভুলিবে সে কেমনে

মিজানুর রহমান মিজান

 

ভুলিবে সে কেমনে, অহরহ রয়েছে নিষ্পেষণে

বার বার হয়েছে পিষ্ট।।

 

সর্বাঙ্গে নির্যাতনের চিহ্ন, ছিল নাতো কভু ভিন্ন

চেয়েছ করতে ছিন্নভিন্ন, মুখ বুজে রাখছে দৃষ্ট।।

 

অধিকার করে হরণ, আঘাতের পর আঘাত সর্বক্ষণ

দৃশ্য অদৃশ্য যখন তখন, এ ও কি অদৃষ্ট।।

 

মরত দেয় না, বাঁচতে মানে না

সর্বত্র রাখছ নিশানা, ব্যথায় দেহ কৃষ্ট।।

 

ফন্দি আঁট অপমানের, যেথ সেথা বলিদানের

মিথ্যা দিয়ে সত্য ঢাকনের, বিদ্যমান আছে লিষ্ট।।

আরও পড়ুন

×