প্রকাশিত: 11/06/2020
বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। পৃথিবী জুড়ে করোনায় আক্রান্ত প্রায় ৭৫ লাখ মানুষ।মৃত্যু হয়েছে ৪ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষের। তবে সস্থির বিষয় হচ্ছে এই সংক্রমণ থেকে রেহাই পেয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৩৭ লাখের বেশি মানুষ।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭৪ লাখ ৫১ হাজার ৯৫৭ জন।
তাদের মধ্যে বর্তমানে ৩২ লাখ ৪৫ হাজার ৮৫৪ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৩ হাজার ৮১১ জনের (২ শতাংশ) অবস্থা আশঙ্কাজনক।
মৃত্যুর মিছিলে এরইমধ্যে যোগ দিয়েছেন ৪ লাখ ১৮ হাজার ৮৮৯ জন মানুষ। এছাড়া আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ লাখ ৩৩ হাজার ৪০১ জন সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ১২ জনের মৃত্যু হলো। এছাড়া দেশে করোনা শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।
গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।