লা-শরিক আল্লাহ

প্রকাশিত: 14/06/2020

মিজানুর রহমান মিজান

লা-শরিক আল্লাহ

লা-শরিক আল্লাহ

মিজানুর রহমান মিজান

 

ক্ষণে রোদ, ক্ষণে বৃষ্টি ক্ষণেতে মেঘলা

এই জোছনা এই আঁধার নমুনা দেখালা।।

ক্ষণে শিশু ক্ষণে যুবা গায়ে শক্তি দিলা

ক্ষণে যৌবন ক্ষণে বৃদ্ধ লাঠি হাতে নিলা।।

অন্যের হাতে কাপড় পরে সাজসজ্জা করিলা

খানিক পরে অন্যে পরায় গোসল দিলা।।

মধ্য গাঙ্গে নৌকায় উঠে পাল তুলিলা

লোভ লালসা হিংসা শক্তি কত দেখাইলা।।

পাইয়া শক্তি অন্যের অধিকার হরিলা

গায়ের জোরে দীর্ঘদিন হক ভোগ করিলা।।

চালাকি প্রতারনা মিথ্যায় ডুবে রইলা

সাঁঝের বেলা বৃষ্টি এল ছাতা কোথা পাইলা।।

ভিজা কাপড় ভিজা গতর কি সাজ ধরিলা

ছাতা নাই কাপড় নাই উলঙ্গ হইলা।।

শক্তি পরিপাটি অহংকার কোথা গেলা

ছি: ছি: ধ্বনি সর্বসৃষ্টি কানে তালা দিলা।।

করোনায় দিছে শিক্ষা কিছুই না থাকলা

দীক্ষা নিয়ে জপ সদা লা-শরিক আল্লাহ।।

আরও পড়ুন

×