সবাই অপেক্ষিত

প্রকাশিত: 14/06/2020

মারিয়া ভূঁইয়া

সবাই অপেক্ষিত

সবাই অপেক্ষিত

মারিয়া ভূঁইয়া

পৃথিবীটা এখন এক ভয়ানক দানবের দখলে,
এই দানব থেকে মুক্তির পথ প্রায় নিখোঁজ।
তবুও এই যুদ্ধে হার না মানা পৃথিবীটা,
পরিকল্পনা ও সচেতনতা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে।

সেই অনাকাঙ্ক্ষিত ভোরের আশায় সবাই অপেক্ষিত,
যেদিন ভোরে আলোকিত হয়ে উঠবে এক নতুন ভুবন।
সেদিনের সকালে খবরের কাগজে লেখা হবে জয়ের কথা,
সকল চ্যানেলে দেখানো হবে এই রাক্ষস দানবের পরাজয়।

আবার পৃথিবীর মানুষ হয়ে উঠবে কর্মক্ষম,
শুরু হবে আটকে থাকা সকল কাজ।
দীর্ঘ অজানা মাসের মৃত্যুর যাত্রা থেমে যাবে তখন,
কিন্তু যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারে বয়ে যাবে শোকাহত হৃদয়ের বার্তা।

সেদিন নতুন রঙে সাজবে কর্মস্থল,
মুখরিত হবে নতুন পৃথিবীটা।
খুশির এই আর্তনাদে যখন দিকহারা সারা পৃথিবী,
তখন বেদনাময়ী হৃদয় নিয়ে কাতর থাকবে স্বজন হারা হাজারো মানুষ। 

এই যুদ্ধ জয় করে ঘরে ফেরা মানুষগুলোর মনে,
একটা ভয়ানক স্মৃতি হয়ে থাকবে এই মহামারি।
গতিময় জীবন থেমে আছে ঠিকই,
কিন্তু সময় থেমে নেই, সময় চলে যাচ্ছে নিজের মতন।

এই দানব থেকে মুক্তির  চেষ্টায়,
তাইতো সবাই অপেক্ষিত সেই নতুন ভোরের আগমনে।

 

লেখক মারিয়া ভঁইয়া

গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ

আরও পড়ুন

×