দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৯৯

প্রকাশিত: 15/06/2020

নিজস্ব প্রতিবেদন :

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৯৯

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৯ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ হাজার ৬১৯ জন।

আজ সোমবার করোনা ভাইরাস সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৯৯ জনের দেহে করোনাভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে।এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৯০ হাজার ৬১৯ জন।

ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ২০৯ জনের মৃত্যু হলো।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আরও পড়ুন

×