কম পানির মাছ

প্রকাশিত: 16/06/2020

মিজানুর রহমান মিজান

কম পানির মাছ

কম পানির মাছ

মিজানুর রহমান মিজান

 

হঠাৎ পেয়ে টাকা, মানুষকে ভাবে বোকা

নিত্য লিপ্ত দিতে ধোঁকা, এ কোন অদ্ভুত মানসিকতা।।

অকস্মাৎ ফুলে কলাগাছ, বেশ পানিতে কম পানির মাছ

টাপুর টুপুর সর্বদা নাচ, লেজ নাড়ায় অস্বাভাবিকতা।।

 

জানে না বাপের নাম, বুঝাতে চায় দাদার নাম

লাজ লজ্জার নেই দাম, আঁকড়ে আছে পশুত্বতা।।

মানে না ওস্তাদ গুরু, যা আসে করে শুরু

মুখখানা বানায় গরু, যা পায় সামনে খায় তা।।

 

পিছন ভাবে না, ছিল কি হল কি না

গাছ যত উচু হয় না, উর্ধাংশ নোয়ায় মাথা।।

অত্যাচার আর নির্যাতনে, বস করতে চায় জনে জনে

লোভী মত্ত তার পানে, সত্যের পূজারী পায় না হৃদ্যতা।

আরও পড়ুন

×