করোনায় প্রথম জীবন রক্ষাকারী ওষুধ ডেক্সামেথাসন

প্রকাশিত: 16/06/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনায় প্রথম জীবন রক্ষাকারী ওষুধ ডেক্সামেথাসন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের শিকার হয়ে গুরুতর অসুস্থ হওয়া রোগীদের জীবন রক্ষায় সহায়তা করতে পারে স্বল্পমূল্যের ও সহজে পাওয়া ওষুধ ডেক্সামেথাসন।

যুক্তরাজ্যের একদল বিশেষজ্ঞের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতি এই ভাইরাসের বিরুদ্ধে অভবানীয় সাফল্য এনে দিয়েছে ডেক্সামেথাসন। রোগীদের চিকিৎসায় স্বল্প মাত্রায় এটির ব্যবহার ভালো ফল দিয়েছে।

বিবিসির প্রতিবেদনের আরও জানানো হয়েছে, ভেন্টিলেটর ব্যবহারযোগ্য রোগীদের ৩ ভাগের ১ ভাগ এবং অক্সিজেন দেওয়া রোগীদের ৫ ভাগের ১ ভাগের মৃত্যু ঝুঁকি কমায় ডেক্সামেথাসন।  

আরও পড়ুন

×