ভুলের মাশুল

প্রকাশিত: 19/06/2020

মিজানুর রহমান মিজান

ভুলের মাশুল

ভুলের মাশুল

মিজানুর রহমান মিজান

 

আল্লাহ কাদির গণি, কান পাতিলে নামের ধ্বনি

সকল সৃষ্টি জপে শুনি।।

যে দিকে চক্ষু যায়, জীবজন্তু লতা পাতায়

সকলই নিয়ামত গুণগায়, অপূর্ব বিচিত্র ধারায় রয়েছে প্রকাশনী।।

 

এলাম যে কি কারনে, দু’দিনের নাইওরী সেজে ভুবনে

কথা কি আর করি কি এখানে, রং বাজারে ভুলের খেয়ে চুবানী।।

যা করেছি ভুল করেছি, ক্ষমা ছাড়া নিরুপায় আছি

পকেট শুন্য কেমনে বাঁচি, ফাসি ছাড়া পথ না দেখি একটুখানি।।

দয়ার সাগর রহিম রহমান, নগন্যকে কর দান

সব ভুলের মাশুল অবসান, শেষ ভরসা ক্ষমার ভিক্ষা জানি।

আরও পড়ুন

×