প্রকাশিত: 20/06/2020
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। বর্তমান জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই তিনি।
আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে তার পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন আগে নাফিসের করোনাভাইরাস শনাক্ত হয়। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। এখনও পর্যন্ত তেমন কোনো সমস্যায় পড়েননি। বর্তমানে চট্রগ্রামের নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।
সম্প্রতি ছোট ভাই তামিম ইকবালের উদ্যোগে সশরীরে উপস্থিত থেকে চট্টগ্রামের স্থানীয় কোচদের মাঝে অর্থ সহায়তা বণ্টন করেন নাফিস ইকবাল। এরপরই তার করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান নাফিস ইকবাল। ২০০৩ সালের নভেম্বরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক ঘটে তার। ২০০৬ সালের মার্চে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর তাকে আর মাঠে দেখা যায়নি।