যখন দাঁত ভাঙ্গে

প্রকাশিত: 21/06/2020

মিজানুর রহমান মিজান

যখন দাঁত ভাঙ্গে

যখন দাঁত ভাঙ্গে

মিজানুর রহমান মিজান

 

পানির গতি নীচু দিকে

নদী চলে একেবেঁকে

ভাঙ্গা গড়ায় নদীর চর জাগে।।

ধাপে ধাপে চলে সবার জীবন

শেষ ধাপেতে হয়রে মরণ

শক্তি সামর্থ থাকে কুসুমবাগে।।

 

যৌবন কালে সঙ্গি সাথীর ঘটে আগমন

বাসা বাঁধে পশুপাখি পেয়ে সবুজ বন

পাতা ঝরলে মরুময় পালায় আগে ভাগে।।

আদর যত্নের হয় না অভাব

সময়ে পাবে না হারালে স্বভাব

অভাবে স্বভাব নষ্ট বলে গেছে আগে।।

 

আপন ভাবলাম এ জগতে কত জনে

সময়েতো অভাবী দৃশ্যত একেলা নির্জনে

সাথিহারা পথিক ভিতর বাহির লাগে।।

আপন নয় কেহ ভাইরে সকলই অকারন

মায়ার বাঁধনে জড়িয়ে রাখি যদিও বারণ

বুঝতে পারি হোচট খেয়ে যখন দাঁত ভাঙ্গে।।

আরও পড়ুন

×