আপনার আপনায়

প্রকাশিত: 23/06/2020

মিজানুর রহমান মিজান

আপনার আপনায়

আপনার আপনায়

মিজানুর রহমান মিজান

 

দারুন বিধিরে,

তোমার লীলা বুঝা দায়

কেহ থাকে গাছতলায়

কেহ থাকে অট্রালিকায়।।

কেউরে বানাও টাকাওয়ালা

কেউরে ফকির ফেরিওয়ালা

পঙ্গু আতুর কতজনা ঘুরাও কত লীলায়।।

 

সাদ্দাম মারো বিনা দোষে

মরার পরে নিরপরাধ বল অবশেষে

এ স্বীকারে কিবা ফল সাদ্দামের গুহায়।।

আব্দল করিম গান গাইলা

সকলই একত্র হইলা

এক ঘরি করে রাখিলা

করিমের জীবন তুমি কত সুখি বানাইলায়।।

 

নজরুলে পাইলা কাফির উপাধি

সময়ের ব্যবধানে এখন চলে নিরবধি

সেই ধারা আছে জারি যুগ জামানায়।।

চাঁন মিয়ার বাউলা সাজে

টাই পাইছলায় লোক সমাজে

নিন্দার কাটা কত পাইলায় আপনার আপনায়।।

রাস্তা ঘাটে টাট্রা করে

লোক দেখানো সম্মান করে

হুজুরের মাথায় মল ঢালে হিংসার জ্বালায়।।

আরও পড়ুন

×