প্রকাশিত: 24/06/2020
মুগদা জেনারেল হাসপাতল গত (২০ জুন) আব্দুল মান্নান খন্দকার (৪১)নামের এক করোনা রোগী পালিয়ে গিয়ে আত্নহত্যার ঘটনা বিভিন্ন গন মাধ্যমে প্রকাশিত হয়। সেই প্রকাশিত খবরের সূত্র ধরে গত (২১জুন ) কর্মরত মেডিকেল অফিসারকে ক
তলব করে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । সেই চিঠির জবাবে তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা চিঠি দিয়েছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টর’স সেফটি , রাইটস অ্যান্ড রেসপনসিবিটি (এফডিএসআর) । কর্মরত মুগদা জেনারেল হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা.মোহাম্মদ আবুল হাসেম শেখ স্বাক্ষরিত চিঠিতে ওই মেডিকেল অফিসারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে , রোগী আব্দুল মান্নান (১৫জুন) হাসপাতলে ভর্তি হয়ে (২০জুন) রাত আড়াইটার সময় হাসপাতাল থেকে পালিয়ে যায় । নিয়ম অনুযায়ী আপনি ওই দিন কর্মরত ছিলেন কর্মরত অবস্থায় সরকারী দায়িত্বে অবহেলার কারনে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্হা গ্রহন করা হবে , পত্র প্রাপ্তির তিন কর্ম দিবসের মধ্যে জানাতে বলা হয়েছে । এমন চিঠির প্রতিবাদ জানিয়ে এফডিএসআরের পক্ষ থেকে কৈফিয়ত গনতলবের চিঠিতে বলা হয়ছে । আপনার অবতির জন্য জানাতে চাই , ওয়ার্ডে ভর্তি পাহারা দেওয়ার কাজ চিকিৎসকের নয় । চিকিৎসক শুধু এক জন রোগী দেখেন না আর ওয়ার্ডে তিনি এক মাত্র কর্মচারী নন । চিঠিতে আরও বলা হয় নিয়মানুযায়ী সকল দর্শনার্থীর পরিচয় প্রদর্শন করার কথা এমনকি সকল কর্মচারীর থাকার কথা যে কেউ ঢুকতে চাইলে নিরাপত্তা কর্মীদের কাছে জবাব দেয়ার কথা । শুধু তাই নয়,ছাড়পত্র ছাড়া কোন রোগী হাসপাতাল থেকে বের হওয়ার কথা নয় । আপনি ও আপনার অধীনস্থ নিরাপত্তা ব্যবস্থা এই হাসপাতালের নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন । যে হাসপাতল থেকে রোগী কোন বাধা ছাড়া পালাতে পারে তার নিরাপত্তাহীনতার দায় আপনার ও আপনার অধীনে নিরাপত্তা ব্যবস্থার । যে হাসপাতলের দরজা দিয়ে কোন কাগজ বা পরিচয় না দিয়ে যাতায়াত করা যায়, সেই হাসপাতলের কোন যন্ত্রপাতি নিরাপদ নয় । চিঠিতে হাসপাতলে চিকিৎসকদের স্বাক্ষরিত ছাড়পত্র ছাড়া রোগী হাসপাতালের বাহিরে গেল কি ভাবে এবং রোগী ও চিকিৎসকদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেই তাহার উপযুক্ত জবাব চেয়ে্ছেন এফডিএসআর ।