চিকিৎসকের কৈফিয়ত রোগী পালিয়ে যাওয়া, এফডিএসআরের তীব্র প্রতিবাদ

প্রকাশিত: 24/06/2020

মোঃ রফিকুল ইসলাম

চিকিৎসকের কৈফিয়ত রোগী পালিয়ে যাওয়া, এফডিএসআরের তীব্র প্রতিবাদ

মুগদা জেনারেল হাসপাতল গত (২০ জুন) আব্দুল মান্নান খন্দকার (৪১)নামের এক করোনা রোগী পালিয়ে গিয়ে আত্নহত্যার ঘটনা বিভিন্ন গন মাধ্যমে প্রকাশিত হয়। সেই প্রকাশিত খবরের সূত্র  ধরে গত (২১জুন ) কর্মরত  মেডিকেল অফিসারকে ক

তলব করে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ  । সেই চিঠির জবাবে তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা চিঠি দিয়েছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টর’স সেফটি , রাইটস অ্যান্ড রেসপনসিবিটি (এফডিএসআর) । কর্মরত  মুগদা জেনারেল হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা.মোহাম্মদ আবুল হাসেম শেখ স্বাক্ষরিত চিঠিতে ওই মেডিকেল অফিসারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে , রোগী আব্দুল মান্নান (১৫জুন) হাসপাতলে ভর্তি  হয়ে (২০জুন) রাত আড়াইটার সময় হাসপাতাল থেকে পালিয়ে যায় । নিয়ম অনুযায়ী আপনি ওই দিন কর্মরত  ছিলেন  কর্মরত  অবস্থায় সরকারী দায়িত্বে অবহেলার কারনে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনিয়  ব্যবস্হা গ্রহন করা হবে , পত্র প্রাপ্তির তিন কর্ম দিবসের  মধ্যে জানাতে বলা হয়েছে । এমন চিঠির প্রতিবাদ জানিয়ে এফডিএসআরের পক্ষ থেকে কৈফিয়ত গনতলবের চিঠিতে বলা হয়ছে । আপনার অবতির জন্য জানাতে চাই , ওয়ার্ডে  ভর্তি  পাহারা দেওয়ার কাজ চিকিৎসকের নয়  । চিকিৎসক শুধু এক জন রোগী দেখেন না আর ওয়ার্ডে  তিনি এক মাত্র কর্মচারী নন । চিঠিতে আরও বলা হয় নিয়মানুযায়ী  সকল দর্শনার্থীর পরিচয়  প্রদর্শন  করার কথা এমনকি সকল কর্মচারীর থাকার কথা যে কেউ ঢুকতে চাইলে নিরাপত্তা কর্মীদের কাছে জবাব দেয়ার কথা । শুধু তাই নয়,ছাড়পত্র ছাড়া কোন রোগী হাসপাতাল থেকে বের হওয়ার কথা নয় । আপনি ও আপনার অধীনস্থ নিরাপত্তা ব্যবস্থা এই হাসপাতালের নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন । যে হাসপাতল থেকে রোগী কোন বাধা ছাড়া পালাতে পারে তার নিরাপত্তাহীনতার দায় আপনার ও আপনার অধীনে নিরাপত্তা ব্যবস্থার । যে হাসপাতলের দরজা দিয়ে কোন কাগজ বা পরিচয় না দিয়ে যাতায়াত করা যায়, সেই হাসপাতলের কোন যন্ত্রপাতি নিরাপদ নয় । চিঠিতে হাসপাতলে চিকিৎসকদের স্বাক্ষরিত ছাড়পত্র ছাড়া রোগী হাসপাতালের  বাহিরে গেল কি ভাবে এবং রোগী ও চিকিৎসকদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেই তাহার উপযুক্ত জবাব চেয়ে্ছেন এফডিএসআর ।

আরও পড়ুন

×