আঁধারে ঢেকেছে

প্রকাশিত: 24/06/2020

মিজানুর রহমান মিজান

আঁধারে ঢেকেছে

আঁধারে ঢেকেছে

মিজানুর রহমান মিজান

 

চাঁন মিয়ার আশ্রয় হল না মা বাবার কাছে
আমার বাবার আশ্রয় হল না ভাইবোনের কাছে
গান গাইলেন মন জোগাইলেন দেশবাসীর জানা আছে।।
বাড়ি তোমার জয়নগরে কবর বিলপারে
সব হারাইয়া একা কেন আশ্রয় হল দুরে
বাড়ির পাশেই ঠাই হবার কথা ছিল চিরন্তনীতে রয়েছে।।

 

কিবা ছিল তোমার দোষ বলে যাও আমারে
দুরের বাসিন্দা তুমি সন্তান থাকে জয়নগরে
মধ্য পথের পথিক হলাম কি কারনে জবাব কি আছে।।
করোনা ভাইরাস শিক্ষা দেয় কেহ নয় কাহার
তারপরেও ছাড়ে না জিদ আর অহংকার
সন্ধ্যা বাতি আজ নিভু নিভু আঁধারে ঢেকেছে।।

আরও পড়ুন

×