বিশ্ব করোনায় মৃত্যু ছাড়ালো ৪ লাখ ৭৬ হাজার

প্রকাশিত: 24/06/2020

নিজস্ব প্রতিবেদন :

বিশ্ব করোনায় মৃত্যু ছাড়ালো ৪ লাখ ৭৬ হাজার

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ছাড়িয়েছে। এতে আক্রান্ত হয়ে মৃত্যুর হয়েছে প্রায় ৪ লাখ ৭৭ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ বুধবার সকাল পর্যন্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ লাখ ৩৭ হাজার ৬৯১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৯১১ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজার ৮৫৪ জন। আর এতে মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ২১৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন উহান শহর থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩ টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন

×