মনের সেতু

প্রকাশিত: 01/07/2020

মিজানুর রহমান মিজান

মনের সেতু

মনের সেতু

মিজানুর রহমান মিজান

 

মনের সেতু বন্ধন প্রাণ

কর যদি দিয়ে দান

দু:খের নিশি হবে অবসান।।

পাখি যথা উড়ে যাক

ফিরে আসা স্বভাবজাত কাক

মলিনতায় হয় যে বিরান।।

কেমনে করি গ্রহণ,সবই যে সঙ্গোপন

সুপ্ত হাহাকার বুঝতে পারি না ত্যাগের ধরণ

অহোরাত্র দ্রুতগামী ডানা মেলে দ্রুতযান।।

জাত যাবে ভালবাসলে যায় না তা যাক

সর্বনাশ হোক দীর্ঘশ্বাস প্রাণ সত্তা ফিরে পাক

মৃত্যুস্বাদ চায় চুপিসারে আর্তনাদের ভাষা ঘ্রাণ।

 

 

 

আরও পড়ুন

×