প্রকাশিত: 01/07/2020
বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৮৪৭ জনের। এরমধ্যে শুধু জুন মাসে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৭ জনের।
গত ৩১শে মে পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ছিল ৬৫০ জন।স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত এক পরিসংখ্যানে এ সব তথ্য পাওয়া গেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, ১ থেকে ৭ই জুন ১৯৬, ৮ থেকে ১৪ই জুন ২৮৩, ১৫ থেকে ২১শে জুন ২৯৩ এবং সর্বশেষ ২২ থেকে ৩০শে জুন পর্যন্ত ৩৮৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার দেশে রেকর্ড সংখ্যাক ৬৪ জনের মৃত্যু হয়েছে।