বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ছাড়ালো

প্রকাশিত: 05/07/2020

নিজস্ব প্রতিবেদন :

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ছাড়ালো

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) মৃতের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ছড়িয়েছে। এ মহামারিতে আক্রান্ত হয়েছেন বিশ্বে ১ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৩৭৮ জন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৩৭৮ জনে। এছাড়া করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ১১০ জনে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। রবিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার চারজন এবং মারা গেছেন ৬৪ হাজার ২৬৫ জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এর পর থেকে বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩ টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

গতকাল শনিবার দেশে মহামারি করোনাভাইরাসে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৭ জনের।

এছাড়া গতকাল করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৮৮ জন।এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৬৯৭ জন।

আরও পড়ুন

×