প্রকাশিত: 08/07/2020
পরেবক্ষ অংশ গ্রহণ ছিল । নিরস্ত্র বাংলাদেশেীদের হত্যা , নির্যাতন এবং একপাশে যু দ্ধের খবর কেউ পৌছে দিয়েছিলেন কলম হাতে , কেউ ক্যামেরা হাতে । বিশ্ববাসেিক জানান দিয়েছিলেন নিজের কবিতায় , কেউবা গান গেয়ে । মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশীদের দিকে বন্ধত্বের হাত বাড়ানো এমন কয়েকজন উল্লেখ যোগ্য বিদেশীবন্ধুদের নিয়ে আমাদের বিশেষ আয়োজন ।
ইন্দিরা গান্ধি : ১৯ নভেম্ব র ১৯১৭-৩১ অক্টোবর ১৯৮৪
বাংলাদেশের মক্তিযুদ্ধকালে প্রতিবেশি রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি । তিনি ছিলেন দেশটির প্রথম দেশটির পধানমন্ত্রী । বাংলাদেশের মক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধির আবদান ছিল অপরিসীম । তিনি শরণার্থী আশ্রয় , মুক্তিবাহিনী প্রশিক্ষণ , অস্ত্র সরবরাহ এবং যৌখবাহিনীর সহযোগিতা দ্বারা বাংলাদেশের স্বাধীনতা লাভকে ত্বরান্বিত করেন । ৬ ডিসেম্ব র ১৯৭১ তিনি স্বাধিন দেশ হিসেবে বাংলাদেশ কে স্বীকৃতি দিয়ে পার্লামেন্ট এ ঘোষণা দেন ।
এ মুক্তিযুদ্ধের অসামান্য অবদাননের জন্য ২৫ জুলাই ২০১১ একমাত্র বিদেশী হিসেবে তাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা পদক ’বাংলাদেশে স্বাধীনতা সম্মাননা ” প্রদান করা হয় । আমরা তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি ।