প্রকাশিত: 24/01/2021
রবিবার (২৪ জানুয়ারি) ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দিন। ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি পূর্ববাংলার (তত্কালীন পূর্ব পাকিস্তানের) সংগ্রামী ছাত্র জনগণ পাকিস্তানের শাসক গোষ্ঠীর পুলিশী নির্যাতন, দমন ও সান্ধ্য আইন উপেক্ষা করে পাকিস্তানী সামরিক শাসনের বিরুদ্ধে মিছিল বের করে।
শোভাযাত্রার সময় নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী মতিউর রহমানকে গুলি করে হত্যা করে পুলিশ। এই ঘটনায় ছাত্র-জনতা আরও ক্ষুদ্ধ হয়ে ওঠে এবং গণজাগরণের সৃষ্টি করে।
স্বৈরাচারী আইয়ুব সরকার জনরোষ ও গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। আইয়ুব খানের একনায়কতন্ত্রের সরকারের পতন ঘটে।
১৯৬৯ সালের ৪ জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১-দফা কর্মসূচি গণ-অভ্যুত্থানের পথ প্রশস্ত করে। আসাদুজ্জামান আসাদ ২০ জানুয়ারি শহীদ হন। আসাদের রক্ত সারা দেশে আন্দোলনের সিঁড়ি প্রবাহিত হয়। শহীদ আসাদের শাহাদতের পর ২১, ২২ এবং ২৩ জানুয়ারী সর্বস্তরের মানুষের মধ্যে শোক শক্তিতে পরিণত হয়ে গণ-অভ্যুত্থান সৃষ্টি হয় আজকের এই ঐতিহাসিক ২৪ জানুয়ারি।