২৪ জানুয়ারি ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস

প্রকাশিত: 24/01/2021

খোরশেদ আলম:

২৪ জানুয়ারি ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস

রবিবার (২৪ জানুয়ারি) ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দিন। ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি পূর্ববাংলার (তত্কালীন পূর্ব পাকিস্তানের) সংগ্রামী ছাত্র জনগণ পাকিস্তানের শাসক গোষ্ঠীর পুলিশী নির্যাতন, দমন ও সান্ধ্য আইন উপেক্ষা করে পাকিস্তানী সামরিক শাসনের বিরুদ্ধে মিছিল বের করে।

শোভাযাত্রার সময় নবকুমার ইনস্টিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী মতিউর রহমানকে গুলি করে হত্যা করে পুলিশ। এই ঘটনায় ছাত্র-জনতা আরও ক্ষুদ্ধ হয়ে ওঠে এবং গণজাগরণের সৃষ্টি করে।

স্বৈরাচারী আইয়ুব সরকার জনরোষ ও গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। আইয়ুব খানের একনায়কতন্ত্রের সরকারের পতন ঘটে।

১৯৬৯ সালের ৪ জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১-দফা কর্মসূচি গণ-অভ্যুত্থানের পথ প্রশস্ত করে। আসাদুজ্জামান আসাদ ২০ জানুয়ারি শহীদ হন। আসাদের রক্ত ​​সারা দেশে আন্দোলনের সিঁড়ি প্রবাহিত হয়। শহীদ আসাদের শাহাদতের পর ২১, ২২ এবং ২৩ জানুয়ারী সর্বস্তরের মানুষের মধ্যে শোক শক্তিতে পরিণত হয়ে গণ-অভ্যুত্থান সৃষ্টি হয় আজকের এই ঐতিহাসিক ২৪ জানুয়ারি।
 

আরও পড়ুন

×