দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৬০

প্রকাশিত: 09/07/2020

নিজস্ব প্রতিবেদন :

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৬০

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘন্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত মারা গেছেন ২ হাজার ২৩৮ জন।

একই সময়ের মধ্যে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন আরও তিন হাজার ৩৬০ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত একদিনে ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা হয়েছে। যাদের মধ্যে তিন হাজার ৩৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে গিয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, গত একদিনে কোভিড-১৯ থেকে সুস্থ্য হয়েছেন তিন হাজার ৭০৬ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ্য হয়েছেন ৮৪ হাজার ৫৪৪ জন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ,আর ১৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

আরও পড়ুন

×