চিকিৎসার সময় করোনা ভাইরাস বাতাসে ছড়ায় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: 10/07/2020

নিজস্ব প্রতিবেদন :

চিকিৎসার সময় করোনা ভাইরাস বাতাসে ছড়ায় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চিকিৎসার সময় প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) বাতাসে ছড়াতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, কিছু ক্ষেত্রে আবদ্ধ ঘরে সংক্রমণ ছড়ানোর প্রমাণ পাওয়া যাচ্ছে। ড্রপলেট ও বাতাসের সমন্বয়ে এটা ছড়াচ্ছে। বিশেষ করে রেস্টুরেন্ট ও ফিটনেস ক্লাসে।

এছাড়া গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) স্বীকার করে যে, বাতাসের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়ায়। এর আগে বিশ্বের ২৩৯ জন বিশেষজ্ঞ এক খোলা চিঠিতে এই বিষয়টি স্বীকার করে নিতে সংস্থাটির প্রতি আহ্বান জানান।

এদিকে সংস্থাটি করোনা ভাইরাস মোকাবিলায় নিজেদের বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনায় একটি স্বাধীন প্যানেল গঠন করেছে।

আরও পড়ুন

×