করোনা এখনও নিয়ন্ত্রণ সম্ভব : ডব্লিউএইচও

প্রকাশিত: 11/07/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনা এখনও নিয়ন্ত্রণ সম্ভব : ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘ্রেবেইয়েসাস বলেছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব।সেক্ষেত্রে উদাহরণ হতে পারে এশিয়ার সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ বস্তি মুম্বাইয়ের ধারাবী।

গতকাল শুক্রবার জেনেভা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনা আক্রান্ত ও প্রাণহানির নিয়মিত তথ্য প্রকাশ করা ওয়ার্ল্ডোমিটারের হিসেবে, শুক্রবার পর্যন্ত বিশ্বে সংক্রমিত হয়েছে ১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৩০৫ জন। আর প্রাণ গেছে ৫ লাখ ৬২ হাজার ৭৫৪ জনের। জুন থেকে সংক্রমণের মাত্রা বাড়ছে হুহু করে। 

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস হুঁশিয়ারি দিয়ে বলেন, গত দেড় মাসে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ তার আগের সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। তবে বিশ্বে এমন একাধিক জায়গার উদাহরণ রয়েছে, যেখানে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ার পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

উদাহরণ হিসেবে ট্রেডোস বলেন, ইতালি, স্পেন ও দক্ষিণ কোরিয়া এমনই দেশ, যারা কৌশলী পন্থা অবলম্বন করে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এমনকি মুম্বাইয়ের ঘিঞ্জি বস্তি ধারাবীও এক্ষেত্রে সফল। 

আরও পড়ুন

×