প্রকাশিত: 14/07/2020
গতকাল সোমবার ডব্লিউএইচওর করোনা সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের বহু দেশ ভুল পথে হাঁটছে। সংশ্লিষ্ট এসব দেশের সরকার সুনির্দিষ্ট ব্যবস্থা না নিলে, মহামারী করোনাভাইরাস আরও ভয়াবহ হবে।
পরিচালক গ্যাব্রিয়েসুস বলেন, করোনাভাইরাস জনগণের এক নম্বর শত্রু, অথচ অনেক দেশের সরকার ও জনগণের কর্মকাণ্ড দেখে তা মনেই হয় না। করোনা মোকাবেলায় বহু দেশ ভুল পথে হাঁটছে।
এসময় তিনি আরও বলেন, নেতৃস্থানীয়দের ভিন্ন ভিন্ন বক্তব্যের ফলে মহামারী নিয়ন্ত্রণ কার্যক্রমে জনগণের আস্থা অর্জন করা যায়নি। এসব কারণে অদূর ভবিষ্যতে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।
জায়গামতোন সামাজিক দূরত্ব, হাত ধোয়া ও মাস্ক পরার বিষয়গুলোতে কড়াকড়ি আরোপ না করা হলে মহামারী শুধু সামনের দিকেই এগোতে থাকবে বলে মনে করেন গ্যাব্রিয়েসুস।