প্রকাশিত: 20/07/2020
বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কেটি ৪৪ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সোমবার সকালে পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৭৫১ জন।
এছাড়া আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৬ লাখ ৫ হাজার ১১৬ জন। ইতোমধ্যে বিশ্বের ২১০ টি দেশে ও অঞ্চলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৪ লাখ ছাড়িয়ে গেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সোমবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৭৫১ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৩৮ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার মানুষের।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২০ লাখ ৯৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৭৯ হাজার ৪৮৮ জন।
তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে আমাদের পাশবর্তী দেশ ভারতে। দেশটিতে ১০ লাখ ৭৭ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর সংখ্যায় অষ্টম দেশটি। সেখানে করোনায় মারা গেছে ২৬ হাজার ৮১৬ জন।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে সর্বপ্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। বাংলাদেশে ৮ মার্চ সর্বপ্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এবং এ ভাইরাসে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। ২৫ মার্চ বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর জানায় বাংলাদেশে সীমিত পরিসরে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে।