প্রকাশিত: 20/07/2020
বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬৬৮ জন।
এছাড়া একই সময়ে দেশে করোনা শনাক্ত আরও ২ হাজার ৯২৮ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৫০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৬৬৮ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন এ পর্যন্ত সুস্থ ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।