ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়েছে ৮০৯ জন মৃত্যু ২০

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়েছে ৮০৯ জন মৃত্যু ২০

ঝিনাইদহের বিভিন্ন পাড়া মহল্লায় করোনা ছড়িয়ে পড়েছে। বাড়িতে বাড়িতে লকডাউনের নোটিশ ঝুলছে। সরকারী আইন কানুন ও বিধি নিষেধ কেও মানছে না।

মুখে মুখে মাস্ক শোভা পেলেও নেই সামাজিক দুরত্ব। ঠাসাঠাসি আর গাদাগাদি করে মানুষ চলাফেরা করছে। আক্রান্তর দিক দিয়ে ঝিনাইদহ সদর উপজেলা এখন জেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে।

এদিকে নতুন করে জেলায় আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮০৯ জন। এছাড়া জেলায় বেসরকারী হিসাব মতে মৃত্যুবরণ করেছে ২০ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭৪ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৯ টি পজেটিভ।

আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ২৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৩ জন। আক্রান্ত ৮০৯ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৮১ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ জন।

আরও পড়ুন

×