নখের সমস্যা 

প্রকাশিত: 03/10/2019

নিজেস্ব প্রতিবেদন

নখের সমস্যা 

নখের সমস্যা 
আমাদের মধ্যে কিছু মানুষের পায়ের নখের সমস্যা দেখা যায়।যেমন নখ ত্বকের নিচে চলে যায় অথবা নখের ভিতরে মাংস চলে যায়।যার কারনে ব্যাথা হয়।সংক্রমন হয় রক্ত পুঁজ বের হয়
হওয়ার কারন:
নখ ও এর নিচে যেটা থাকে সেটা কেরাটিন নামরে প্রোটিন দিয়ে তৈরি।সর্ব ক্ষেত্রে এটা কেরাটিনের ঘন স্তর তৈরি হয়।সাধারণ কোনো করণে আঘাত যেমন জুতার ঘর্ষণ।এটা নখ কামড়ানো ,ভুল পদ্ধতি নখ কাটা।
নখের কোনা  বড় কোরে রাখা ইত্যাদি ভাবে এই রোগ হয়ে থাকে।এর আর একটি নাম আছে ইনগ্রোয়িং।আর ব্যাকটেরিয়া হলে র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্পুঁজ বের হতে হবো।চিকিৎসক কে না দেখালে আশে পাশে ছড়িয়ে পড়বে।

করণী:
প্রথমে ডাক্তরের কাছে যেতে হবে না।বাড়িতে আগে যতœ নিন।যেমন ধরেন গরম সেঁক দেন ।হালকা গরম কুসুম পানিতে আঙুল ভিজিয়ে রাখুন ।তারপর  অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে।এবং পরবর্তীতে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখুন
সতর্কতা:

ডায়াবেটিস রোগিরা অবহেলা করবেন না ।চিকিৎসকের পরামর্শ নিবেন। 

আরও পড়ুন

×