তরুণ লেখক মশিউর রহমান শান্ত’র জন্মদিন

প্রকাশিত: 23/08/2020

তানজিদ শুভ্র :

তরুণ লেখক মশিউর রহমান শান্ত’র জন্মদিন

চায়ের চুমুকে কিংবা অবসরে এফএম রেডিও বাজালেই ভেসে উঠে কথাবন্ধুদের সুমিষ্ট কণ্ঠস্বর। কথাবন্ধুদের তালিকায় আরজে শান্ত এক জনপ্রিয় নাম। পুরো নাম মশিউর রহমান শান্ত। আজ ২৩ আগস্ট মশিউর রহমান শান্তর জন্মদিন।

আজকের দিনে রাজধানীর ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

২০০৯ সালে একুশে টেলিভিশনে সংবাদ পাঠক হিসাবে যাত্রা শুরু করার পর ২০১৩ সালে এবিসি রেডিওর মাধ্যমে কথাবন্ধু পরিচয়ে পরিচিত হন তিনি। রেডিও এবিসি ছাড়াও ২০১৬ থেকে ঢাকা এফএম এর বিভিন্ন শ্রোতাপ্রিয় শো এর কথাবন্ধু আরজে শান্ত।

দশম শ্রেণিতে পড়ার সময় থেকে লেখালেখি করে আসায় ইতোমধ্যে তরুণ লেখক হিসাবেও পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছেন শান্ত। ‘ভূত সমাজ বিলুপ্ত’ তার কৈশোরে প্রকাশিত প্রথম উপন্যাস।

প্রায় অর্ধশত ছোট গল্প রয়েছে তার ঝুলিতে যার কয়েকটি প্রকাশিত হয়েছে ভারত থেকেও। ‘অভিমানের শহর’ নামে নতুন উপন্যাস আসবে বলে জানিয়েছেন তিনি।

জন্মদিনে আরজে শান্ত’র জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।

আরও পড়ুন

×