ট্রায়াল শেষ হতে না হতেই ভ্যাকসিন দিচ্ছে চীন!

প্রকাশিত: 26/08/2020

নিজস্ব প্রতিবেদন :

ট্রায়াল শেষ হতে না হতেই ভ্যাকসিন দিচ্ছে চীন!

বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আনার দাবি করছে রাশিয়া। অথচ সম্প্রতি জানা যায় যে, বেশ কিছুদিন আগে থেকেই চীন ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। জুলাই মাস থেকেই অনেক লোকজনকে ভ্যাকসিন দিয়েছে বলে জানা গেছে।

ট্রায়াল শেষ না হতেই ভ্যাকসিন দেয়াটা আমেরিকাজো ভাল চোখে দেখছেনা চীনের এই সিদ্ধান্তকে। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারের প্রধান ঝেং ঝংউই গত রবিবার চীনের সংবাদ মাধ্যম সিসিটিভিকে জানিয়েছে, স্বাস্থ্যকর্মীসহ জরুরীক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ঝেং আরো জানান, অঅনুমোদিত ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। বিশ্বে করোনা ভ্যাকসিন গবেষণা হচ্ছে ১৭০টি জায়গায়। চীনে বেশ কয়েকটি ক্ষেত্রে তৃতীয় পর্যায় বা ফেজ থ্রি ভ্যাকসিন পরীক্ষা চলছে। সবগুলোতে ট্র্যাক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অন্যদিকে, করোনাভাইরাসের ভ্যাকসিন রেজিস্টার করেছে চীন। রাশিয়ার পর দ্বিতীয় দেশে হিসেবে চীন এই ভ্যাকসিন রেজিস্টার করেছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।
 

আরও পড়ুন

×