প্রকাশিত: 26/08/2020
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি গোপন নথি সম্প্রতি প্রকাশ পেয়েছে এবং নথিটি ছিল ২০১৮ সালের। তাতে দেখা যাচ্ছে যে, প্রশিক্ষিত জনবলের ঘাটতির কারণে চীনের উহান শহরের ইনস্টটিউট অব ভািইরোলজি গবেষণাগার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। পরবর্তীতে ওই শহর থেকেই করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ফাঁস করা গোপন নথিতে এ বিতর্ক নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।
নথিতে আরো বলা হয়ে যে, গবেষণাটি দৃঢ়ভাবে পরামর্শ দেয় যে বাদুড় থেকে সার্স-জাতীয় করোনা ভাইরাসগুলো মানুষের মধ্যে সংক্রামিত হতে পারে এবং এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মানব-প্রাণীর ইন্টারফেসের গবেষণা ভবিষ্যতের উদীয়মান করোনা ভাইরাসকে প্রতিরোধ ও প্রাদুর্ভাবের পূর্বাভাস দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নথি অনুযায়ী উহানের গবেষণাগারের যে চিত্র সামনে এসেছে, তাতে করে সেখান থেকেই করোনা ভাইরাস ছড়াতে পারে বলে আশংকা জোরালো হচ্ছে। কভিড-১৯ এর জিসোম সিকোয়েন্স প্রাকৃতিক না বলে অনেক দাবি করছেন। এ নিয়ে আরো গবেষণা চলছে। তবে এটা নিশ্চিত না যে, সেখান থেকেই ছড়িয়েছে আবার তা বাতিল করাও যায় না।