করোনা সংক্রমন ঠেকাতে ২ মিটার দূরত্বই যথেষ্ট নয়

প্রকাশিত: 27/08/2020

নিউজ ডেস্ক :

করোনা সংক্রমন ঠেকাতে ২ মিটার দূরত্বই যথেষ্ট নয়

করোনা সংক্রমণ ঠকাতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, রাস্তা-ঘাট, বাজার-হাটের ক্ষেত্রেও অন্তত ২ বা ১ মিটারের দূরত্ব বজায় রাখার ব্যাপারে যে পরামর্শ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেটা যথেষ্ট নয় বলে সতর্ক করে দিলেন বিজ্ঞানীরা।

সম্প্রতি দ্য ব্রিটিশ মেডেকেল জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন একদল গবেষক।

বিএমজির গবেষকরা জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ২ মিটার দূরত্ব কোন ভাবেই নিরাপদ নয়। কারণ, করোনা সংক্রমিত কোন ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার সময় মুখ থেকে যে বাতাস বের হয় তার মাধ্যমে রোগের জীবাণূ অন্তত ৮ মিটার পর্যন্ত ছড়াতে পারে।

করোনা সংক্রমণ রোধে মাক্র ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। তবে কতটা দূরত্ব বজায় রাখতে হবে সেটা এই গবেষণায় পরিস্কার করা হয়নি।

আরও পড়ুন

×