জামালপুর জেলায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: 30/08/2020

জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় জামালপুরে নতুন করে ১০ জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ত্রাণ ও পুনর্বাসান মন্ত্রণালয়ের উপসচিব ও জামালপুর র‌্যাব-১৪ এর ২ জন সদস্য  রয়েছে। শুক্রবার রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষার রিপোর্টে ওই ১০ জনের করোনা পজিটিভ ধরা পরে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস রবিবার সকালে জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৮০ টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ও্ই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন। তাদের মধ্যে ত্রাণ ও পুনর্বাসান মন্ত্রণালয়ের উপসচিব মো. কুরবান আলী রয়েছেন। এছাড়া জামালপুর র‌্যাব-১৪ এর দুই সসস্যের করোনা পজিটিভ ধরা পরেছে। এ নিয়ে উক্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩২৯ জন।

আরও পড়ুন

×