প্রকাশিত: 03/09/2020
বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে চার হাজার ৩৮৩ জন।
এছাড়া একই সময়ের মধ্যে দেশে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও দুই হাজার ১৫৮ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জন।
আজ বৃহস্পতিবার বিকালে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে গত একদিনে ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৫৮ জন।
এ নিয়ে সর্বোমো আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯৬৪ জন। আর সব মিলিয়ে সেরে উঠেছেন দুই লাখ ১৩ হাজার ৯৮০ জন।
উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।