নিশাচর

প্রকাশিত: 06/09/2020

লেখক :- মারিয়া ভূইঁয়া

নিশাচর

নিশাচর

লেখক :- মারিয়া ভূইঁয়া

 

নিশাচর হয়ে জেগে থাকে দুটো আঁখি,

কষ্টের মর্মবেদ্য বাণী শুনবার মতো কেউ নেই আজ।

বুক ভরা আর্তনাদ নিয়ে অগোছালো জীবন,

নীড়ের ঠিকানা দিক হারা গতিময় সময়।

বেদনার নিস্তব্ধ অশ্রু বার বার ডাকিতেছি তোমায়,

অন্ধকারময় জীবনের শেষ ইচ্ছা জানতে চাইলে না তুমি।

ক্ষতচিহ্ন দিচ্ছে বেদম জ্বালা,

অবহেলায় নিবে যাচ্ছে বেঁচে থাকার অস্তিত্ব।

তোমারো সম্মুখে বাঁচার প্রয়াস,

বৃথা এ জীবন হচ্ছে লাশ।

মালা রচিত করিয়া সুতা দিলে কেটে,

তবে আজ তাই বাকরুদ্ধ হয়ে কাতর এভূবনে।

আরও পড়ুন

×