প্রকাশিত: 07/09/2020
ভারতে ২৪ ঘণ্টায় ৯০ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মাধ্যমে দেশটি কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এর আগে দ্বিতীয় অবস্থানে ছিলো ব্রাজিল।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে ভারতের জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী ও মারা যাওয়ার সংখ্যা প্রকাশ করে।
প্রকাশিত তথ্যে জানা যায়, এ সময়ে আরও ৯০ হাজার ৮০২ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। যার মাধ্যমে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ৪২ লাখ ছাড়ালো।
আক্রান্তের দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৬৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৩৭ হাজার।
ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ১৬ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৭১ হাজার ৬৪২ জন।
এদিকে একই সময়ে দেশটিতে ৬৯ হাজার রোগী করোনামুক্ত হয়েছেন। এখন পর্যন্ত সে সংখ্যা সাড়ে ৩২ লাখ।
মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকা এবং উত্তর প্রদেশে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি এ রাজ্যগুলোতেই।